বেনজীর আহমেদ
বেঁচে যে আছি, এটাই আশ্চর্য!
অভাগা যেদিকে তাকায়, সেদিকেই শুকায়;
আমার চোখের নদীতে কে সাঁতরায়?
অভাগা শুধু অভাগাই নয়,
সে তেভাগা আন্দোলনেও রয়।
হতভাগা হয়েও সে কাতরায়,
না হয়েও অতিমাত্রায়।
আমার হ্রদের জলে কে সাঁতরায়?
অভাগার আবার ভাগ?
যেদিকেই যায় বলে, "যাহ! ভাগ!"
যতই জ্বপে আল্লাহর নাম,
ততই তুফান বাড়ে,
সব লোকের মাথা, আর
মাথা ভরা ঝাড়ি,
সবাই অভাগারেই ঝাড়ে।
চৈত্র যেদিন অঝোরে কাঁদবে,
সেদিনই অভাগার শান্তি হবে।
০৯/১১/২০০৫
Mohammadpur
বেঁচে যে আছি, এটাই আশ্চর্য!
অভাগা যেদিকে তাকায়, সেদিকেই শুকায়;
আমার চোখের নদীতে কে সাঁতরায়?
অভাগা শুধু অভাগাই নয়,
সে তেভাগা আন্দোলনেও রয়।
হতভাগা হয়েও সে কাতরায়,
না হয়েও অতিমাত্রায়।
আমার হ্রদের জলে কে সাঁতরায়?
অভাগার আবার ভাগ?
যেদিকেই যায় বলে, "যাহ! ভাগ!"
যতই জ্বপে আল্লাহর নাম,
ততই তুফান বাড়ে,
সব লোকের মাথা, আর
মাথা ভরা ঝাড়ি,
সবাই অভাগারেই ঝাড়ে।
চৈত্র যেদিন অঝোরে কাঁদবে,
সেদিনই অভাগার শান্তি হবে।
০৯/১১/২০০৫
Mohammadpur
No comments:
Post a Comment