ছদ্মনামের ফুল
হতে পারে সব ভুল,
সকল বাঁধা ভেঙেচুরে হও
চৈতী চাঁদের দুল ৷
চৈত্র মাসের নিশুতিতে,
ডেকে ছিলো কোন বুনো হাঁস,
তোমার অন্য কোন নামের পিছনে লুকিয়ে পড়ার
আয়োজন দেখে ৷
কখনো তো খেয়াল করলে না তোমার কানে,
কোন দুলটা মানাবে?
এত ব্যস্ত থাকলে বুঝবে কি করে?
নিজের জন্য কিছু সময় বের করো ৷
চৈতালী চাঁদটাকে দেখে এসো,
আলবত মানাবে ঐ মোলায়েম কানদুটোেত ৷
চৈতী চাঁদের দুলটা দুলবে তোমার অধর ঘেষে,
দেখে দেখে ভোর হবে, হবেই অবশেষে ৷
গাজীপুর, ২০১৪৷
হতে পারে সব ভুল,
সকল বাঁধা ভেঙেচুরে হও
চৈতী চাঁদের দুল ৷
চৈত্র মাসের নিশুতিতে,
ডেকে ছিলো কোন বুনো হাঁস,
তোমার অন্য কোন নামের পিছনে লুকিয়ে পড়ার
আয়োজন দেখে ৷
কখনো তো খেয়াল করলে না তোমার কানে,
কোন দুলটা মানাবে?
এত ব্যস্ত থাকলে বুঝবে কি করে?
নিজের জন্য কিছু সময় বের করো ৷
চৈতালী চাঁদটাকে দেখে এসো,
আলবত মানাবে ঐ মোলায়েম কানদুটোেত ৷
চৈতী চাঁদের দুলটা দুলবে তোমার অধর ঘেষে,
দেখে দেখে ভোর হবে, হবেই অবশেষে ৷
গাজীপুর, ২০১৪৷
No comments:
Post a Comment