শুধু বেঁচে থাকা কিছু অনূভুতি
-বেনজীর আহমেদ
পাহাড়ের কাছে গেলে, আমি শেষ হয়ে যাই৷
বজ্রাহত হয়ে আমি ধ্বংসস্তুপ হয়ে যাই৷
তখন কোথাও বসে বসে শুধু পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে মনে চায়৷
মনে হয়, এ অনন্ত দৃষ্টি বিনিময় শেষ হবে না, কখনো ৷
আর এভাবেই সে আমার সব দুঃখ শুষে নিয়ে আমাকে নির্বাক করে দেয়৷
তখন শুধু বেঁচে থাকে কিছু অনুভুতি৷
পাহাড়ের কাছে গেলে আমি অন্ধ হয়ে যাই,
দিগন্ত বাদে কোন কিছু চোখে পড়ে না৷
আমি অন্ধ হয়ে মনের বন্ধ ঘরে দ্বন্দ্বে পড়ে যাই, তখনো৷
আর এভাবেই সে আমায় পাহাড়ের বুক চিরে আত্মবিশ্বাসী ট্রেনের হেডলাইট জ্বেলে আশার আলো দেখায়৷
তখন শুধু বেঁচে থাকে কিছু অনুভুতি৷
পাহাড়ের কাছে গেলে আমি নিঃস্ব হয়ে যাই,
তখন কবি হয়ে যাই৷
জানি, " অর্থই অনর্থের মূল৷"
তাই, নিঃস্ব হয়ে যেতে কোন বাঁধা থাকে না, কবি হতেও৷
আর এভাবেই সে আমাকে ভাবাতে ভাবাতে নিয়ে যায় , অনাদি অনন্তের যাত্রায়৷
তখন শুধু বেঁচে থাকে কিছু অনূভুতি ৷
আর বেঁচে থাকে তোমাকে নিয়ে এই তথাকথিত " সভ্যতা" থেকে পালিয়ে "দেবতার পাহাড়"এর পাদদেশে ছোট্ট একটা ঘরে জীবন অতিবাহিত করার স্বপ্ন ৷
তখন শুধু বেঁচে থাকবে কিছু অনূভুতি,
আর বেঁচে থাকে দু লাইন গান,
"পথ ভুলে হারিয়ে গেছি, মেঘঘন চুলে,
মেঘালয়ের মেঘ ভেবেছি, জানি না কোন ভুলে ৷"
বাংলাদেশ, ২০১৬৷
No comments:
Post a Comment