ধন্যবাদ হে আকাশ
বেনজীর আহমেদ
শত্রুতার বস্তাপঁচা কাহিনী ছুঁড়ে ফেলে এসেছি,
এসেছি তোমার কাছে, হে আকাশ ৷
মেঘ এনে উড়িয়ে নিয়ে যাও, আমার উপর দিয়ে,
বৃষ্টি না হলেও চলবে,
শুধু পাগলা হাওয়া,
ঠান্ডা পাগলা সুখমিশ্রিত হাওয়া, হে আকাশ ৷
কালো কালো মেঘে ঢাকা পড়ে যাবে সূর্যটা,
অসীম জলাধারের পাড়ে৷ তীব্র হাওয়া ৷
ফোঁটা ফোঁটা বৃষ্টি না হলেও চলবে,
আমায় ভাসিয়ে নাও, হে আকাশ ৷
এতো সুখ কতক্ষণ সহ্য করতে পারবো জানি না,
সর্বোচ্চ চেষ্টা করবো ৷
ধন্যবাদ হে আকাশ ৷
গাজীপুর, ২০১৪
August 25, 2014 at 3:22am ·
No comments:
Post a Comment