Monday, April 4, 2016

ধন্যবাদ হে আকাশ

ধন্যবাদ হে আকাশ

বেনজীর আহমেদ

শত্রুতার বস্তাপঁচা কাহিনী ছুঁড়ে ফেলে এসেছি,
এসেছি তোমার কাছে, হে আকাশ ৷
মেঘ এনে উড়িয়ে নিয়ে যাও, আমার উপর দিয়ে,
বৃষ্টি না হলেও চলবে,
শুধু পাগলা হাওয়া,
ঠান্ডা পাগলা সুখমিশ্রিত হাওয়া, হে আকাশ ৷

কালো কালো মেঘে ঢাকা পড়ে যাবে সূর্যটা,
অসীম জলাধারের পাড়ে৷ তীব্র হাওয়া ৷
ফোঁটা ফোঁটা বৃষ্টি না হলেও চলবে,
আমায় ভাসিয়ে নাও, হে আকাশ ৷

এতো সুখ কতক্ষণ সহ্য করতে পারবো জানি না,
সর্বোচ্চ চেষ্টা করবো ৷
ধন্যবাদ হে আকাশ ৷

গাজীপুর, ২০১৪

August 25, 2014 at 3:22am ·

শুধু বেঁচে থাকা কিছু অনূভুতি

শুধু বেঁচে থাকা কিছু অনূভুতি
-বেনজীর আহমেদ

পাহাড়ের কাছে গেলে, আমি শেষ হয়ে যাই৷ 
বজ্রাহত হয়ে আমি ধ্বংসস্তুপ হয়ে যাই৷
তখন কোথাও বসে বসে শুধু পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে মনে চায়৷ 
মনে হয়, এ অনন্ত দৃষ্টি বিনিময় শেষ হবে না, কখনো ৷ 
আর এভাবেই সে আমার সব দুঃখ শুষে নিয়ে আমাকে নির্বাক করে দেয়৷ 
তখন শুধু বেঁচে থাকে কিছু অনুভুতি৷

পাহাড়ের কাছে গেলে আমি অন্ধ হয়ে যাই,
দিগন্ত বাদে কোন কিছু চোখে পড়ে না৷
আমি অন্ধ হয়ে মনের বন্ধ ঘরে দ্বন্দ্বে পড়ে যাই, তখনো৷
আর এভাবেই সে আমায় পাহাড়ের বুক চিরে আত্মবিশ্বাসী ট্রেনের হেডলাইট জ্বেলে আশার আলো দেখায়৷
তখন শুধু বেঁচে থাকে কিছু অনুভুতি৷

পাহাড়ের কাছে গেলে আমি নিঃস্ব হয়ে যাই,
তখন কবি হয়ে যাই৷
জানি, " অর্থই অনর্থের মূল৷" 
তাই, নিঃস্ব হয়ে যেতে কোন বাঁধা থাকে না, কবি হতেও৷
আর এভাবেই সে আমাকে ভাবাতে ভাবাতে নিয়ে যায় , অনাদি অনন্তের যাত্রায়৷
তখন শুধু বেঁচে থাকে কিছু অনূভুতি ৷
আর বেঁচে থাকে তোমাকে নিয়ে এই তথাকথিত " সভ্যতা" থেকে পালিয়ে "দেবতার পাহাড়"এর পাদদেশে ছোট্ট একটা ঘরে জীবন অতিবাহিত করার স্বপ্ন ৷
তখন শুধু বেঁচে থাকবে কিছু অনূভুতি,
আর বেঁচে থাকে দু লাইন গান,
"পথ ভুলে হারিয়ে গেছি, মেঘঘন চুলে,
মেঘালয়ের মেঘ ভেবেছি, জানি না কোন ভুলে ৷"

বাংলাদেশ, ২০১৬৷