এইইইই বৃষ্টি-
স্মৃতির সৌধ ধৌত করে দিয়ে যাও,
মনের আঁধারে-আড়ালে-আবডালে প্রচুর ময়লা,
প্রচুর ময়লা জমে গেছে;
স্মৃতির সৌধ ধৌত করে দিয়ে যাও।
স্মৃতির সিড়ি বেয়ে যাতে তুমি ঊঠে আসতে না পারো,
তাই ধুয়ে রেখে যাও,
পিচ্ছিল করে রেখে যাও প্রতিটি পদক্ষেপ।
স্মৃতির সৌধ ধৌত করে দিয়ে যাও,
মনের আঁধারে-আড়ালে-আবডালে প্রচুর ময়লা,
প্রচুর ময়লা জমে গেছে;
স্মৃতির সৌধ ধৌত করে দিয়ে যাও।
স্মৃতির সিড়ি বেয়ে যাতে তুমি ঊঠে আসতে না পারো,
তাই ধুয়ে রেখে যাও,
পিচ্ছিল করে রেখে যাও প্রতিটি পদক্ষেপ।
মনে আছে?
একবার বৃষ্টিতে তুমি-আমি,
আমি মেঘমেদুর গগনে তাকিয়ে,
পৈশাচিক চিৎকার করে ডেকেছিলাম তোমায়।
নিজের চিৎকার শুনে মনে হয়েছিলো,
মঙ্গোলীয় যুদ্ধ-দল ডংকা বাজাচ্ছে,
এতোটা পৈশাচিক!
এতোটাই অমানবিক!
তুমি শুনলে না,
অজুহাত দিলে বৃষ্টির শব্দে শুনতে পাও নি।
এইইই বৃষ্টি-
তোমাকে আমি ক্ষমা করবো না।
আর হ্যাঁ, যাওয়ার সময়,
স্মৃতির সৌধ ধৌত করে দিয়ে যেও।
একবার বৃষ্টিতে তুমি-আমি,
আমি মেঘমেদুর গগনে তাকিয়ে,
পৈশাচিক চিৎকার করে ডেকেছিলাম তোমায়।
নিজের চিৎকার শুনে মনে হয়েছিলো,
মঙ্গোলীয় যুদ্ধ-দল ডংকা বাজাচ্ছে,
এতোটা পৈশাচিক!
এতোটাই অমানবিক!
তুমি শুনলে না,
অজুহাত দিলে বৃষ্টির শব্দে শুনতে পাও নি।
এইইই বৃষ্টি-
তোমাকে আমি ক্ষমা করবো না।
আর হ্যাঁ, যাওয়ার সময়,
স্মৃতির সৌধ ধৌত করে দিয়ে যেও।
বরিষধারা বেয়ে নেমে যাচ্ছে,
সদ্য শেষ হওয়া গ্রীষ্মের দাবদাহে পুড়ে যাওয়া চামড়া বেয়ে।
তোমার কি কিছু মনে পড়বে?
ডিমেনশিয়ার রোগী হয়েই থাকো,
আর হ্যাঁ, যাওয়ার সময়,
স্মৃতির সৌধ ধৌত করে দিয়ে যেও।
সদ্য শেষ হওয়া গ্রীষ্মের দাবদাহে পুড়ে যাওয়া চামড়া বেয়ে।
তোমার কি কিছু মনে পড়বে?
ডিমেনশিয়ার রোগী হয়েই থাকো,
আর হ্যাঁ, যাওয়ার সময়,
স্মৃতির সৌধ ধৌত করে দিয়ে যেও।
উফফফ!
মনে রেখ যখন বৃষ্টি ধরায় নামে;
আর এক ফোঁটা ভালোবাসা নয়,
আর এক ফোঁটা অহংকার নয়,
শুধু ফোঁটায় ফোঁটায় বৃষ্টি ঝরবে,
ঝরতেই থাকবে,
ঝরতেই থাকবে।
মনে রেখ যখন বৃষ্টি ধরায় নামে;
আর এক ফোঁটা ভালোবাসা নয়,
আর এক ফোঁটা অহংকার নয়,
শুধু ফোঁটায় ফোঁটায় বৃষ্টি ঝরবে,
ঝরতেই থাকবে,
ঝরতেই থাকবে।
টঙ্গী, গাজীপুর।
২২শে জুন, ২০১৪।
২২শে জুন, ২০১৪।