Sunday, June 15, 2014

ডাকবো না

সিন্ধু নদী তীরে একা পড়ে আছি,
নৃশংস বাতাস কড়া নাড়ছে
আপন অধিকারে।
হ্যা, মানি, সব ভুল আমারই ছিল।
কিন্তু, কতটা অসচেতনতা ডুবিয়েছে
এই পঙ্কিলে।
বালিহাঁসের ডানার ঝাপটায়
স্বত্তায় বালু ঢুকছে;
খচ খচ করছে।
সিন্ধু, তুমিও চুপ?
থাকো চুপ,
আর ডাকবো না।

No comments:

Post a Comment