বেনজীর আহমেদ
লাত্থি দিয়ে নামিয়ে দেব কিওকারাডং পাহাড়,
ঐ পাহাড়ের সব হরিণ আজকে আমার আহার৷
সাংগু থেকে মাতামুহুরী, খুঁজতে লাগবে রুমাল,
বানের রূপে কান্নার স্রোত, এবার তবে সামাল৷
অনন্যতার অপরূপে সিংহ তোলে হুঙ্কার,
মাথার ভিতর স্নিগ্ধ-উড়াল ঝঙ্কার।
শান্তির নামে পরিবর্তন, অন্য রকম আঁধার,
ভালো লাগার আত্মহনন, শতসহস্র বাধার।
মাথার ভেতর যুদ্ধ যুদ্ধ, অনন্ত জিঘাংসার,
লুপ্ত কোন ধ্বংস অবতার।
No comments:
Post a Comment