Benxir Ahmed
listening to দীর্র্ঘশ্বাস

সময় অনেক গভীরতার জানান দেয়, যাকে আমি ধরতে পারি না, বুঝতে পারি না, অনুভব করতে পারি মাত্র। সময় অনেক মুখরতার সাক্ষী, আবার ভুলে যাওয়া অনেক সুখের, দুখের, হাসির, কান্নার ছোট ছোট গল্পমালা। আর কখনো কখনো সেগুলো অনেক ধরণের ক্ষতচিহ্ন রেখে যায় এই মনে। ক্ষতগুলো দগদগে ঘা। এই ক্ষতগুলোই সংকলণ করেছি এখানে আমি বেনজীর আহমেদ।
No comments:
Post a Comment