Sunday, June 15, 2014

ইচ্ছে

Benxir Ahmed listening to দীর্র্ঘশ্বাস
May 1 · Dhaka · 
আমারও ইচ্ছে করে তোমার মত করে দৌড়ে চলে যাই,
দৌড়ে চলে যাই ওই মানুষটার কাছে,
মনের মানুষটার কাছে।
আমারও ইচ্ছে করে তোমার মত করে পড়ে থাকি অনাদরে অবহেলায়,
পড়ে থাকি অনাদরে অবহেলায় তোমার ইনবক্সে,
তবুও।
আমারও ইচ্ছে করে তোমার মত জুলু জুলু চোখে তাকাই,
জুলু জুলু চোখে তাকাই তোমার দিকে,
আলতো করে।
তবুও তুমি বুঝবে না।
কারণ, তোমারও ইচ্ছে করে তোমার মত করে দৌড়ে চলে যেতে,
দৌড়ে চলে যেতে ওই মানুষটার কাছে,
মনের মানুষটার কাছে।
দীর্র্ঘশ্বাস॥

No comments:

Post a Comment