মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে যাবে,
হয়তো কোন এক নাম না জানা দুঃস্বপ্নে;
তখন আর ভাববার কিছু থাকবে না,
তুমি বাদে৷
তোমার পাঠানো মেঘে হয়তো এখন অন্য কোথাও বৃষ্টি হয়,
তোমার হৃদয় এখন হয়তো,
অন্য রঙে সিক্ত হয়৷
কেন তুমি আগুন জ্বালাতে?
কেন তুমি ফাগুন বাড়াতে?
আমি কি অদ্ভুত আচরণ করছি?
দেখেছো প্রিয়া?
তোমার জন্য কত অবনতি?
আমি আসলেই অদ্ভুত আচরণ করছি৷
No comments:
Post a Comment