Sunday, June 15, 2014

ধীরে বহ রাত্রি

Benxir Ahmed listening to Night
October 20, 2013 · Dhaka · 
লোভাতুর চোখে বসে থাকি, এই নৃশংস ভোরে;
ভোরের পাখির ডাক শুনার খদ্দের কমে গেছে,
নিষ্ঠুর চোখে বসে থাকি, এই আবছায়ায়;
ভোরে কাজ শুরু করে না কেউ আর।
অনাদি অনন্তকাল ধরে অপেক্ষায় ছিলাম,
চির বরষার,
অথবা চির বসন্তের।
অপেক্ষার প্রহর বুঝি দেরী করে কাটে।
অনেক ধীরে।
অন্তরাত্মার দংশনে নিশুতির চাপা কান্না শোনাও বন্ধ করে দিয়েছে সবাই,
সবাই ঘুমায় নসিকারন্ধ্রের অনুভূতিকে তেল দিয়ে ক্রুঢ় করে;
তবে, এখনো এই রাত আগেরই মত গোঙ্গায়,
কিন্তু, রাতের মাথায় হাত বুলিয়ে দেয়ার মত কেউ নেই।

No comments:

Post a Comment