Benxir Ahmed feeling মহামতি again...
কোন কল্পনা থেকে নয়,
আমি এসেছিলাম তোমার কোলে মাথা রাখতে, কোন বাস্তব ঠিকানা থেকে;
আমি এসেছিলাম তোমার হাতে হাত রেখে বলতে, "প্রিয়া, এই নাও, আমি তোমার।"
আমি এনেছিলাম কিছুটা বেদনা, কিছুটা সুখ, কিছুটা বৃষ্টি;
সাথে এনেছিলাম কিছু আদর, কিছু দুঃখ, কিছু সৃষ্টি।
কখনো তোমার মানা ছিলো না তাতে, কখনোই না।
আমি এসেছিলাম তোমার কোলে মাথা রাখতে, কোন বাস্তব ঠিকানা থেকে;
আমি এসেছিলাম তোমার হাতে হাত রেখে বলতে, "প্রিয়া, এই নাও, আমি তোমার।"
আমি এনেছিলাম কিছুটা বেদনা, কিছুটা সুখ, কিছুটা বৃষ্টি;
সাথে এনেছিলাম কিছু আদর, কিছু দুঃখ, কিছু সৃষ্টি।
কখনো তোমার মানা ছিলো না তাতে, কখনোই না।
মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিতে, বলতে, "ঘুমাও তুমি, ঘুমাও।"
আরো বলতে, "এই মাথায় যত দুঃখ আছে, ঝেঁটিয়ে তাদের নামাও।"
আমি বলতাম,"যায় না, লক্ষ্মী, যায় না তাদের ভোলা,
এসো অন্য কথা বলি, দুখগুলো থাক তোলা।"
আরো বলতে, "এই মাথায় যত দুঃখ আছে, ঝেঁটিয়ে তাদের নামাও।"
আমি বলতাম,"যায় না, লক্ষ্মী, যায় না তাদের ভোলা,
এসো অন্য কথা বলি, দুখগুলো থাক তোলা।"
নিদারুণ এই দুনিয়ার তরে বিচিত্র কত গল্প,
অকপটে কিছু স্বীকার করছি, বুকটা কাঁপেনি অল্প,
আমাকে তুমি বলতে পারবে, যেসব তুমি জানো;
যা জানো না তাই দিয়ে তুমি অনেক আঘাত হানো।
অকপটে কিছু স্বীকার করছি, বুকটা কাঁপেনি অল্প,
আমাকে তুমি বলতে পারবে, যেসব তুমি জানো;
যা জানো না তাই দিয়ে তুমি অনেক আঘাত হানো।
No comments:
Post a Comment