হ্যাঁ।
আমি তো বর্বর৷
আমি হানাদার হয়ে করবো
আবার উল্লাস৷
আমি জান্তব হায়েনা,
মেড ইন চায়না৷
আমি করবো আবার উল্লাস৷
আমি তো বর্বর৷
আমি হানাদার হয়ে করবো
আবার উল্লাস৷
আমি জান্তব হায়েনা,
মেড ইন চায়না৷
আমি করবো আবার উল্লাস৷
আমি ক্ষমতার লোভে মাতোয়ারা এক শ্বাপদ লজ্জাহীন৷
আমি এক সভ্য মানুষ৷
সাধারণ এই পৃথিবীতে আমি এক নির্বোধ নাবালক,
তাই, চুপ করে মুখে আংগুল, আমি চেয়ে থাকি অপলক৷
অন্ধের মত নির্দয় পথে নেমে গেছি আজকে,
সত্য খুঁজে নির্বাক হয়ে, উঠেছি আঁতকে।
আমি এক সভ্য মানুষ৷
সাধারণ এই পৃথিবীতে আমি এক নির্বোধ নাবালক,
তাই, চুপ করে মুখে আংগুল, আমি চেয়ে থাকি অপলক৷
অন্ধের মত নির্দয় পথে নেমে গেছি আজকে,
সত্য খুঁজে নির্বাক হয়ে, উঠেছি আঁতকে।
আমার বাড়ীর চাকর এসে বললো আমাকে,
"বাড়ীর বেশীরভাগের মালিক আমায় বানিয়ে দে।"
আমি বললাম, "বলিস কি রে, আমি অনেক বোকা!
আজ আমাকে পেয়ে গিয়েছিস, তাই বলে দিবি ধোঁকা?"
খাবো আমি আজকে ধোঁকা, সবুজ রঙ্গীন ভোরে,
কাল সকালটা দেখতে চাই, অন্য রকম করে।
"বাড়ীর বেশীরভাগের মালিক আমায় বানিয়ে দে।"
আমি বললাম, "বলিস কি রে, আমি অনেক বোকা!
আজ আমাকে পেয়ে গিয়েছিস, তাই বলে দিবি ধোঁকা?"
খাবো আমি আজকে ধোঁকা, সবুজ রঙ্গীন ভোরে,
কাল সকালটা দেখতে চাই, অন্য রকম করে।
তোমার জন্য একই সাঁজা, আজকে শুনে রাখো,
হ্যাঁ।
আমি তো বর্বর৷
আমি হানাদার হয়ে করবো আবার উল্লাস৷
আমি জান্তব হায়েনা,
মেড ইন চায়না৷
আমি করবো আবার উল্লাস৷
হ্যাঁ।
আমি তো বর্বর৷
আমি হানাদার হয়ে করবো আবার উল্লাস৷
আমি জান্তব হায়েনা,
মেড ইন চায়না৷
আমি করবো আবার উল্লাস৷
আজ আমি এই সভ্য নামের অসভ্য সমাজের সদস্য হতে চাই;
আজ আমি উল্লাস করবো৷
আজ আমি মেতে উঠবো৷
কারণ, আজ আমি বর্বর হবো, নিঃশব্দে৷
আজ আমি উল্লাস করবো৷
আজ আমি মেতে উঠবো৷
কারণ, আজ আমি বর্বর হবো, নিঃশব্দে৷
বাংলাদেশ
১০ ডিসেম্বর, ২০১৩।
১০ ডিসেম্বর, ২০১৩।
No comments:
Post a Comment