বিধাতার কাছে তুলিয়াছি হাত,
চলে যাবো কোন দ্বীপে;
তুমি নিয়া ফেলিয়াছো মোরে,
এ কোন অন্তরীপে।
আজ্ঞাবাহী মহাজনে হায়,
সুদের হিসাব চায়;
বুঝিতে পারে নি এই হিসেবের,
চুকিতে হইবে দায়।
ধীরে ধীরে বাড়ে নিস্প্রেষণ আর,
ধীরে ধীরে বাড়ে ব্যথা;
বিস্ফোরিত হয়ে যাবে সব,
হারিয়ে ফেলবে কথা।
অপেক্ষায়...
No comments:
Post a Comment