বেনজীর আহমেদ
বলো তো আমি কি বলবো?
তুমি কি বুঝেছো যে, তুমি ভুলেই গেছো?
তুমি ভুলেই গেছো, যে নীলনদের পানির রঙ নীল নয়৷
তুমি ভুলেই গেছো, মল্লিকা বলে কেউ নেই;
তুমি ভুলেই গেছো, প্রদীপের নিচের অন্ধকারকে৷
তুমি কি বুঝেছো যে, তুমি ভুলেই গেছো?
তুমি ভুলেই গেছো, যে নীলনদের পানির রঙ নীল নয়৷
তুমি ভুলেই গেছো, মল্লিকা বলে কেউ নেই;
তুমি ভুলেই গেছো, প্রদীপের নিচের অন্ধকারকে৷
তুমি ভুলে গেছো, বসফরাস প্রণালীতে পা ডুবিয়ে বসতে,
আর আমার হাতটি ধরে হাসতে,
কোন এক রহস্যজনক রাতে হেলিকপ্টারে চড়ে
বারমুডা ট্রায়াঙ্গল ঘুরে আসতে৷
আরো ভুলে গেছো, এক বিকেলে টেকনাফ থেকে তেতুলিয়া,
সুন্দরবন থেকে ময়নার দ্বীপে নৌকোয় করে ভাসতে,
স্নিগ্ধতায় - মুগ্ধতায় - নিমগ্নতায়৷
আর আমার হাতটি ধরে হাসতে,
কোন এক রহস্যজনক রাতে হেলিকপ্টারে চড়ে
বারমুডা ট্রায়াঙ্গল ঘুরে আসতে৷
আরো ভুলে গেছো, এক বিকেলে টেকনাফ থেকে তেতুলিয়া,
সুন্দরবন থেকে ময়নার দ্বীপে নৌকোয় করে ভাসতে,
স্নিগ্ধতায় - মুগ্ধতায় - নিমগ্নতায়৷
তুমি ভুলে গেছো, আমার ঘ্রাণ,
হৃদয়ের অন্তস্থলের নোনতা প্রাণ,
সলিল ভাবনা, বিমোহিত টানছে
হৃদয়ের অন্তস্থলের নোনতা প্রাণ,
সলিল ভাবনা, বিমোহিত টানছে
সবচেয়ে বড় কথা, তুমি ভাবতে ভুলে গেছো৷
এ হতে পারে না৷
এ হতে পারে না৷
এ হতে পারে না৷
এ হতে পারে না৷
যখন শূন্য থেকে নামবে অপলক জলধারা,
তখন, হবে কি বাঁধনহারা?
তখন, হবে কি বাঁধনহারা?
ছিহ!
তুমি কাঁদতেও ভুলে গেছো?
তুমি কাঁদতেও ভুলে গেছো?
No comments:
Post a Comment