Benxir Ahmed
feeling down

April 5 ·
বেনজীর আহমেদ
আপাতত তুিম শুধু দুঃখ শুনতে পারো,
কেউ যে কাজটা করে না,
আজ তুমিই সেটা করো,
তুমি কিছু দুঃখ শুনতে পারো৷
কেউ যে কাজটা করে না,
আজ তুমিই সেটা করো,
তুমি কিছু দুঃখ শুনতে পারো৷
পানির অপর নাম জীবন,
আর হোয়াংহো একটি দুঃখের নাম;
ঠিক তেমনই, তুমি আমার সমার্থক,
আবার তুমিই আমার দুঃখ৷
তুমি হোয়াংহো নদী, আমার অশ্রুধারা৷
তাই, তুমি কিছূ করতে পারবে না৷
তুমি শুধু কিছু কষ্ট শুনতে পারো৷
আর হোয়াংহো একটি দুঃখের নাম;
ঠিক তেমনই, তুমি আমার সমার্থক,
আবার তুমিই আমার দুঃখ৷
তুমি হোয়াংহো নদী, আমার অশ্রুধারা৷
তাই, তুমি কিছূ করতে পারবে না৷
তুমি শুধু কিছু কষ্ট শুনতে পারো৷
তোমার জন্য অপেক্ষা করতে করতে,
আজ মহীরুহে রূপান্তর আমার৷
এতো অপেক্ষা করেও আজ,
তেপান্তরের প্রান্তরে দাঁড়িয়ে৷
নিজেকে মজনু-বৃদ্ধবিশারদ মনে হচ্ছে৷
আজ মহীরুহে রূপান্তর আমার৷
এতো অপেক্ষা করেও আজ,
তেপান্তরের প্রান্তরে দাঁড়িয়ে৷
নিজেকে মজনু-বৃদ্ধবিশারদ মনে হচ্ছে৷
No comments:
Post a Comment