Sunday, June 15, 2014

অধিকার নাই

সবকটা জোনাকী পোকাকে টিপে মেরে ফেলতে চাই,
এই অসভ্যতার মিছিলে ওদের আলো দেয়ার অধিকার নাই;
সবকটা গাংচিলকে হাঙ্গরের পেটে চালান দিতে চাই,
এই জলাঞ্জলির সৈকতে ওদের কোন ঠাই নাই;
অন্তিম সংস্কার, জরুরী দরকার,
বানানো অধিকার, হারানো স্বাধিকার।
চলো সবাই জঙ্গলে চলে যাই,
যেখানে ছিঃ ছিঃ টিভি ক্যামেরা নাই।
জোনাকী পোকারা আছে, আর
শুধু চাঁদই আলো দেয় রাতে,
সূর্য্য ঘুম থেকে ওঠায় প্রাতে।
সবকটা জোনাকী পোকাকে টিপে মেরে ফেলতে চাই,
এই অসভ্যতার মিছিলে ওদের আলো দেয়ার একদমই অধিকার নাই।
১২ই জুন, ২০১৪, গাজীপুর।

No comments:

Post a Comment