Sunday, June 15, 2014

মায়াবতী কাব্যময়ী

Benxir Ahmed feeling lonely
জ্বরের ঘোরে আমায় জড়িয়ে ধরেছিলে মায়ার বাধনে,
অজস্র রাঁধাচূড়ার পাঁপড়ির স্রোতে ভাসিয়েছিলে, যতনে,
প্রতি ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধির সাথে তোমার প্রলাপের মাত্রা বেড়ে যেতো,
প্রতি মূহুর্তে তোমাকে দুর্বল থেকে দুর্বলতর,
দুর্বলতর থেকে দুর্বলতম মনে হতো৷
সুদুর থেকে মেঘ পাঠিয়েছিলে, আমায় ভেজাবে বলে,
অন্ধকারে পথ হাতরে আমার হাতটি ধরেছিলে,
আমারও অনেক জ্বর আসা উচিৎ ছিলো,
তাহলে হয়তো বুঝতাম, তুমি এতো সুখী কেন?
অন্ধ হয়ে তোমার বুকে মাথা রেখে হৃদস্পন্দন শুনেছিলাম,
বৃষ্টির শব্দ শুনেছিলাম৷

আমাকে একা করে, তুমি কি খুব সুখে আছো, মায়াবতী?
তুমি হয়তো জানো না, এতো ভালো তোমায় আর কেউ বাসবে কি না?
তুমি হয়তো জানো না, এতো আদুরে কেউ তোমার সাথে হবে কিনা?
তুমি জানো না৷
খুব কষ্টে আছি, কাব্যময়ী,
আমাকে কষ্ট দিও না৷
ফেনিল সাগরে, লাস্যময়ী,
বিষ ঢেলে দিও না৷

No comments:

Post a Comment