Sunday, June 15, 2014

অনুনাদ

শ্রাবণের অপেক্ষা তৃষ্ণা ধরায়,
অন্তরঙ্গ ধৃষ্টতায়;
সকল আধারে কর্ণপাত
আলোর রঙিন বর্ণবাদ
তুচ্ছ কান্নার অনুনাদ,
ভুল ভেঙেছে।
নষ্ট শরীর, নষ্ট মন,
মনের বনে সন্তরণ
তুমিহীণ জীবন-যাপন
কিছুখন॥
আক্ষরিক কোন কল্পনায়,
স্মৃতির কোন ছেড়া পাতায়,
তোমার নিষ্পাপতায়,
হৃদয়ে রক্তক্ষরণ॥
আন্তরিক নিমগ্নতায়,
আরামলোলুপ নিস্তব্ধতায়,
আনন্দের মৃত্যু ঘটায়
প্রাণের ব্যাপণ॥
09, January. 2013
Gazipur.

No comments:

Post a Comment