Sunday, June 15, 2014

আমি নাকি স্বপ্ন দেখাই?


Benxir Ahmed feeling স্বপ্নের জাদুকর।
October 1, 2013 · Dhaka · 
আমি নাকি স্বপ্ন দেখাই?
নীল সমুদ্রে ভেসে বেড়াই?
তোমার মনে চিলেকোঠায়,
তোমায় সাথে নিয়ে হারাই?
আমি নাকি ফানুশ ওড়াই?
করতে থাকি মোরগ লড়াই?
তোমার মনের সাভানাতে
দমকে দমকে আগুন ধরাই?
আমি নাকি কাঁপন ধরাই?
তোমার মনের জ্বর সাড়াই?
তোমার শান্ত কালো চোখে,
কাজলের রেখা পড়াই?
আমি তোমার মনের ভেতর এক চিলতে সুখ,
খালি পায়ে হাটতে থাকা, মিথ্যে রঙ্গিন মুখ।
আমি তোমার অধর বেয়ে, নোনতা নোনতা জল,
স্বপ্ন কি তুই দেখাস নি? সত্যি করে বল।

No comments:

Post a Comment