তোমার অন্ধ মনের বন্ধ জানালায়,
যদি কখনো একটু সুখের ছোয়া লাগে,
মুখ বন্ধ করে রাখো তুমি।
যদি কখনো একটু সুখের ছোয়া লাগে,
মুখ বন্ধ করে রাখো তুমি।
তোমার পেলব ননীমার্কা শরীরের,
যদি একটু ঘাম ঝরে,
মুখ বন্ধ করে রাখো তুমি।
যদি একটু ঘাম ঝরে,
মুখ বন্ধ করে রাখো তুমি।
তোমার হিংসুটে মন,
যদি একটু সমৃদ্ধি দেখো অন্যের,
মুখ বন্ধ করে রাখো তুমি।
যদি একটু সমৃদ্ধি দেখো অন্যের,
মুখ বন্ধ করে রাখো তুমি।
বাংলাদেশ অথবা পৃথিবীর যে কোন প্রান্তে,
যখন তোমার মুখ খোলা খুবই জরুরী,
মুখ বন্ধ করে রাখো তুমি।
যখন তোমার মুখ খোলা খুবই জরুরী,
মুখ বন্ধ করে রাখো তুমি।
মুখ বন্ধ করে রাখলে নাকি ঐ আলোচনায় আরো বেশী দম পাওয়া যায়,
তাই যদি হয়,
তবে মুখ খোলাই দায়।
নিজের অর্ধদগ্ধ technologic মনটাকে জিজ্ঞেস কর,
"চুপ করে থাকলে কেমন লাগে তোমার?"
"মনের কথা মাঝে মাঝে ব্যাক্ত না করতে পারলে কেমন লাগে তোমার?"
আমার ভালো লাগে না।
দম বন্ধ হয়ে আসে।
কখনোই ভালো লাগে না।
তাই যদি হয়,
তবে মুখ খোলাই দায়।
নিজের অর্ধদগ্ধ technologic মনটাকে জিজ্ঞেস কর,
"চুপ করে থাকলে কেমন লাগে তোমার?"
"মনের কথা মাঝে মাঝে ব্যাক্ত না করতে পারলে কেমন লাগে তোমার?"
আমার ভালো লাগে না।
দম বন্ধ হয়ে আসে।
কখনোই ভালো লাগে না।
এমন মেকি বোকা সমাজ দিয়ে আমার লাভ কি?
যেখানে আমার স্থানে স্থানে, বিভিন্ন পরিস্থিতিতে
মুখ বন্ধ রাখতে হবে।
যেখানে আমার স্থানে স্থানে, বিভিন্ন পরিস্থিতিতে
মুখ বন্ধ রাখতে হবে।
প্রয়োজন নেই এমন নোংরা-হীন-কলঙ্কিত সমাজ
যেখানে অপরূপ জোসনা রাতে রাস্তায় বের হতে "ভয়" পেতে হয়,
যেখানে নিস্তব্ধ নির্জনতা মানেই মনের শান্তি নয়,
খুন-ধর্ষণ-রাহাজানির আদর্শ স্থান।
যেখানে অপরূপ জোসনা রাতে রাস্তায় বের হতে "ভয়" পেতে হয়,
যেখানে নিস্তব্ধ নির্জনতা মানেই মনের শান্তি নয়,
খুন-ধর্ষণ-রাহাজানির আদর্শ স্থান।
তাই, চলে যেতে চাই বনে,
সন্ন্যাসী নয়, হয়তো সাধারণ মানুষের মত,
তথাকথিত সভ্যদের কাছে আমি হব অভদ্র।
কিন্তু, শোন হে সভ্যরা, সভ্য শব্দটা তোমাদেরই সৃষ্ট,
তোমরা ধীরে ধীরে নোংরামির চূড়ান্ত শিখরে পৌছে যাচ্ছো,
হয়তো একদিন তোমরাও আমাকে খুজতে খুজতে চলে যাবে,
কিওক্রাডাং এর চূড়ায়।
তাই, সভ্যতা আর ভদ্রতার খাতিরে মুখ বন্ধ করে রেখো না,
এতে তোমার মনের ব্যথাই বাড়বে শুধু।
সন্ন্যাসী নয়, হয়তো সাধারণ মানুষের মত,
তথাকথিত সভ্যদের কাছে আমি হব অভদ্র।
কিন্তু, শোন হে সভ্যরা, সভ্য শব্দটা তোমাদেরই সৃষ্ট,
তোমরা ধীরে ধীরে নোংরামির চূড়ান্ত শিখরে পৌছে যাচ্ছো,
হয়তো একদিন তোমরাও আমাকে খুজতে খুজতে চলে যাবে,
কিওক্রাডাং এর চূড়ায়।
তাই, সভ্যতা আর ভদ্রতার খাতিরে মুখ বন্ধ করে রেখো না,
এতে তোমার মনের ব্যথাই বাড়বে শুধু।
টঙ্গী, গাজীপুর।
29.06.2013
29.06.2013
No comments:
Post a Comment