লাল বুক টিয়া, নীল বুক টিয়া-
থেকো না তুমি আড়ালে,
ভয় পেয়ো না, ভয় পেয়ো না-
খাবে না তোমায় বাড়ালে।
থেকো না তুমি আড়ালে,
ভয় পেয়ো না, ভয় পেয়ো না-
খাবে না তোমায় বাড়ালে।
যত ছিলো সাধ, যত আহ্লাদ-
আজ করো তা সীমাহীণ,
যেদিকে পালাও। যেথা যেতে চাও-
দিলাম ছেড়ে বাধাহীণ।
আজ করো তা সীমাহীণ,
যেদিকে পালাও। যেথা যেতে চাও-
দিলাম ছেড়ে বাধাহীণ।
হিমালয় নয়, সাহারা নয়-
থাকবে আমার নীল বুকে,
লাল বুক টিয়া, নীল বুক টিয়া-
থাকতে চাই নীল সুখে।
থাকবে আমার নীল বুকে,
লাল বুক টিয়া, নীল বুক টিয়া-
থাকতে চাই নীল সুখে।
কত মমতাজ, কত শাজাহান-
যমুনার বুকে একে দিলো জান,
নীল বুক টিয়া, ছোট মোর প্রাণ-
হয়তো করবো না কুরবান।
যমুনার বুকে একে দিলো জান,
নীল বুক টিয়া, ছোট মোর প্রাণ-
হয়তো করবো না কুরবান।
তাই,
তোমারই জন্য লিখেছি এই কবিতা;
সাথে এনেছি তোমারই জন্য,
এই নীল অপরাজিতা।।
তোমারই জন্য লিখেছি এই কবিতা;
সাথে এনেছি তোমারই জন্য,
এই নীল অপরাজিতা।।
১২.১১.২০০৬
No comments:
Post a Comment