Sunday, June 15, 2014

মোঘল আমলের সাক্ষী সাত গম্বুজ মসজিদ

মোহাম্মদপুরের ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদের কথা কে না জানে। তার চেয়ে বেশি জানে ধানমন্ডির সাত মসজিদ রোডের নাম। অনেকে সাত মসজিদ রোড চিনলেই সাত গম্বুজ মসজিদ কোথায় তা জানে না।

মোহাম্মাদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদটি মুঘোল আমলের স্থাপত্যের একটি অনন্য সুন্দর উদাহরণ। 
এটি নির্মাণ করেছিলেন বাংলার মুঘোল সুবেদার এবং সেনাপতি শায়েস্তা খান (শাসনকালঃ ১৬৬৪-১৬৮৮) সঠক কত তারিখে অথবা কোন মাসে এটি তৈরী করা হয় জানা যায় নি। মসজিদটি দৈর্ঘ্যে ১৭.৬৭ মিটার এবং প্রস্থে ৬.২২ মিটার। মসজিদের ছাদের মাঝামাঝি উত্তর থেকে দক্ষিণে তিনটি গম্বুজ আর চার কোণায় চারটি গম্বুজ; প্রায় সমান এবং প্রমান আকৃতির মোট সাতটি গম্বুজ রয়েছে। এ জন্যই স্থানীয়রা এটিকে “সাত গম্বুজ মসজিদ” বলে থাকে, যদিও এর আসল নামটি জানা যায় নি।

অন্য আরেকটি কথা প্রচলিত আছে, ১৬৮০ খৃস্টাব্দে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। নবাব শায়েস্তা খাঁ-এর পুত্র উমিদ খাঁ এর নির্মাতা।

মসজিদটি শায়েস্তা খানীয় স্টাইলে তৈরি একটি মসজিদ। ঢাকার লালবাগের কেল্লা, মসজিদ এবং পরিবিবির মাজার ও মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদ খৃস্টাব্দ ষোল শতকে মোঘল শাসন আমলে গড়ে উঠে। সামনে একটি ছোট দরজা, যা নিজেই স্থাপত্যশৈলীর একটি অনবদ্য প্রতীক। ৩টি খিলান মসজিদটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। এর পশ্চিম দেয়ালে ৩টি মেহরাব রয়েছে। মসজিদের ভিতরে ৪টি কাতারে প্রায় ৯০ জনের নামাজ পড়ার মত স্থান রয়েছে। মসজিদের পশ্চিম দিকে রয়েছে অজুখানা এবং উত্তর-পূব কোণে একটি কবরস্থান। এটির সুবিশাল বাউন্ডারির মধ্যে রয়েছে একটি বিশাল বাগান এবং এর বাইরে রাস্তার অন্য পাশে রয়েছে একটি “অজানা সমাধি”। লোকমুখে প্রচলিত আছে এটি শায়েস্তা খানের মেয়ের সমাধি। ঠিক এরকম একটি স্থাপত্য চাপাই নবাবগঞ্জের রোহানপুরেও রয়েছে।

মসজিদটি ছোট হলেও সাতটি আকর্ষণীয় গম্বুজ সকলের দৃষ্টি কেড়ে নেয়। মসজিদ সংলগ্ন মোজাইক করা নামাজের স্থানটি খোলা আকাশের নিচে থাকায় বৃষ্টিতে নামাজরত অবস্থায় যেমন মুসল্লিদের ভিজতে হয় তেমনি সূর্যের তাপে প্রখর রোদে মুসল্লিদের ঘামতে হয়। তাই জুম্মার নামাজের সময় সামিয়ানা টানিয়ে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়।

মুয়াজ্জিন ও ঈমাম সাহেবদের বেতন দেয়া হয় জনগণের কাছে থেকে পাওয়া অর্থ দিয়ে।

-প্রতিবেদনঃ
ভ্রমণ অভিজ্ঞতা এবং ইন্টারনেট থেকে
Benxir Bnx Ahmed

Link: https://www.facebook.com/photo.php?fbid=4475806292554&set=o.492525390776340&type=1

No comments:

Post a Comment