Sunday, June 15, 2014

প্রেম প্রেম

Benxir Ahmed feeling প্রেমিক প্রেমিক
August 28, 2013 · Dhaka · 
লাত্থি মেরে ফেলবো ভেঙ্গে তোমার মনের তালা,
বদ্ধ মনে রুদ্ধ চাবি, হয়েছিলো সিলগালা।
উষ্ঠো মারি তার কপালে, যে আছে তোমার মনে,
আমার মনে বিদ্রোহী ঝড়, কার কথা কে শোনে?
ভ্রান্ত আমি রুক্ষ আমি, পড়েছি তোমার প্রেমে,
হৃদয়খানি যাচ্ছে চুলোয়, কলিজা যাচ্ছে ড্রেনে।
অজস্র সব কবিতার খাতা, আজকে বোরিং লাগে,
সুখে থাকলে ভুতে কিলায়, বুঝিনি তা আগে।
তোমার সুখে থাকবো ভুলে, হারিয়ে যাবো দূরে,
লিখবো গান, করবো সুর, অচেনা এক সুরে।।

No comments:

Post a Comment