শুনছো?
বাতাস, তোমাকে বলছি
বয়ে যেয়ো না আমার আশপাশ দিয়ে।
আমি তোমার গুঞ্জনে কান পেতে শুনি,
শুনি তোমার আর্তনাদ।
আমি তোমার হৃদয়ে শুনি,
বিচ্ছেদের দুখনিনাদ।
তাই বলছি, বয়ে যেয়ো না,
এতো গতিশীল হয়ে,
আমার কষ্ট হয়।
বয়ে যেয়ো না আমার আশপাশ দিয়ে।
আমি তোমার গুঞ্জনে কান পেতে শুনি,
শুনি তোমার আর্তনাদ।
আমি তোমার হৃদয়ে শুনি,
বিচ্ছেদের দুখনিনাদ।
তাই বলছি, বয়ে যেয়ো না,
এতো গতিশীল হয়ে,
আমার কষ্ট হয়।
বাতাস, তোমাকে বলছি,
আর কেঁদো না।
কান্নায় লাভ নেই।
তোমার কান্না শুনে আমার কতপ্রহর,
হয়ে গেছে চুর্মার,
তবু তুমি কেঁদেই গেছ,
অমানিশা পূর্নিমার।
আর কেঁদো না।
কান্নায় লাভ নেই।
তোমার কান্না শুনে আমার কতপ্রহর,
হয়ে গেছে চুর্মার,
তবু তুমি কেঁদেই গেছ,
অমানিশা পূর্নিমার।
কষ্ট হচ্ছে?
খুব?
তাহলে কান পাতো আমার বুকে,
তোমার দুঃখ লাঘব হবে।
শুনতে পাবে, কোন বিরলে,
কেঁদেছিল কে যে কবে।
আমার বুকের এই গভীরে,
সমুদ্রেরা দুঃখ করে,
যুগান্তরের অন্তরালে,
পাহাড়েরাও দুঃখ করে,
মেঘের ডাকে দুঃখ ভরা,
বৃষ্টি হয়ে ঝরে পড়ে।
শত শত দুঃখে মাতাল,
ঘূর্ণিঝড়ে ভর করে।
খুব?
তাহলে কান পাতো আমার বুকে,
তোমার দুঃখ লাঘব হবে।
শুনতে পাবে, কোন বিরলে,
কেঁদেছিল কে যে কবে।
আমার বুকের এই গভীরে,
সমুদ্রেরা দুঃখ করে,
যুগান্তরের অন্তরালে,
পাহাড়েরাও দুঃখ করে,
মেঘের ডাকে দুঃখ ভরা,
বৃষ্টি হয়ে ঝরে পড়ে।
শত শত দুঃখে মাতাল,
ঘূর্ণিঝড়ে ভর করে।
সবই আমার মনের মাঝে
লুপ্ততায় লিপ্ত থাকে।
এই পাঁজরের অন্তরালে,
কালো মেঘের সুরে ডাকে।
লুপ্ততায় লিপ্ত থাকে।
এই পাঁজরের অন্তরালে,
কালো মেঘের সুরে ডাকে।
No comments:
Post a Comment