Benxir Ahmed
feeling frustrated

তোমাকে নিজের বাহুডোরে বাঁধতে পারলাম না৷
ইউফ্রেটিসের শত শত কোটি ঘনফুট পানি
চোখের কোণে ধরতে পারলাম না৷
তোমার শুষ্ক হৃদয়ে মরুদ্যান হতে পারলাম না৷
তোমার তীব্র রঙের নেশায় দেবদাস হতে পারলাম না৷
তোমার নতুন জীবনে আজ পুরোনো হতে পারলাম না৷
অনন্ত ছুটে চলা পথিক হতে পারলাম না৷
মূক-বধির রয়ে গেলাম, সঠিক হতে পারলাম না৷
অস্তাচলে তোমার হাতটি ধরতে আমি পারলাম না৷
অন্ধ হয়ে বন্ধ আমি, প্রেমিক হতে পারলাম না৷
সহস্রাধিক মনের ভীড়ে, তোমার হতে পারলাম না৷
নীলচে কালোর চক্ষুশুলে উপশম হতে পারলাম না৷
আমার মনের কালচে কোণে, আলো জ্বালতে পারলাম না৷
তোমার মত মহৎ হয়ে প্রিয়জন ত্যাগ? পারলাম না৷
ইউফ্রেটিসের শত শত কোটি ঘনফুট পানি
চোখের কোণে ধরতে পারলাম না৷
তোমার শুষ্ক হৃদয়ে মরুদ্যান হতে পারলাম না৷
তোমার তীব্র রঙের নেশায় দেবদাস হতে পারলাম না৷
তোমার নতুন জীবনে আজ পুরোনো হতে পারলাম না৷
অনন্ত ছুটে চলা পথিক হতে পারলাম না৷
মূক-বধির রয়ে গেলাম, সঠিক হতে পারলাম না৷
অস্তাচলে তোমার হাতটি ধরতে আমি পারলাম না৷
অন্ধ হয়ে বন্ধ আমি, প্রেমিক হতে পারলাম না৷
সহস্রাধিক মনের ভীড়ে, তোমার হতে পারলাম না৷
নীলচে কালোর চক্ষুশুলে উপশম হতে পারলাম না৷
আমার মনের কালচে কোণে, আলো জ্বালতে পারলাম না৷
তোমার মত মহৎ হয়ে প্রিয়জন ত্যাগ? পারলাম না৷
পারলাম না৷
তোমার প্রেমে দেবদাস হতে পারলাম না৷
No comments:
Post a Comment