কোন এক সুবহে সাদিকে-
সিদ্ধান্ত হয়েছিলো দরবারে আল্লাহর,
মানবসেবা করবে সে, আর্ত মানবতার,
মাথার ঘাম পায়ে ফেলে, ফসল অনেক সাধনার,
সকল বাঁধা সরিয়ে ফেলে হয়েছিলো ডাক্তার।
নেমেছিলো সে স্টেথো বিপি হাতে, রোল ছিলো কান্নার,
"আমায় বাঁচান, ডাক্তার সাব।" রোগী করছিলো চিৎকার।
"আমি বাঁচানোর কেউ না রে ভাই, মালিক আল্লাহ।
কারো নাম ধরে ডাকতে হলে, তার নামে চিল্লা।"
তারপর সেই ডাক্তার নিয়ে, তার সমস্ত জ্ঞান,
রোগীর দুঃখ দূর করেছিলো, ঈশ্বর মহীয়ান।
"ধন্যবাদ, ডাক্তার সাব। আপনি মহান।
আমার আয়ু বাড়াতে ছিলো আপনার অবদান।"
"কি যে বলেন ভাইজান, বলছেন বাড়িয়ে,
আমি ছিলাম উছিলামাত্র," বললেন দাঁড়িয়ে,
"কৃতজ্ঞতা যদি আপনি সত্যি দেখাতে চান,
ঈশ্বর সর্বশক্তিমান, ইবাদতে দাঁড়ান।"
এমন করে ডাক্তার সাব করেছিলো কত সেবা,
এখন তারই "ফাঁসি চাই" বলে চিৎকার করে কে বা।
ফাঁসি হবে তার, ফাঁসি হবে দেখে, আমরা খুশি সবাই,
চলো সবাই মিলে করি আজ, কসাইদের জবাই।
সিদ্ধান্ত হয়েছিলো দরবারে আল্লাহর,
মানবসেবা করবে সে, আর্ত মানবতার,
মাথার ঘাম পায়ে ফেলে, ফসল অনেক সাধনার,
সকল বাঁধা সরিয়ে ফেলে হয়েছিলো ডাক্তার।
নেমেছিলো সে স্টেথো বিপি হাতে, রোল ছিলো কান্নার,
"আমায় বাঁচান, ডাক্তার সাব।" রোগী করছিলো চিৎকার।
"আমি বাঁচানোর কেউ না রে ভাই, মালিক আল্লাহ।
কারো নাম ধরে ডাকতে হলে, তার নামে চিল্লা।"
তারপর সেই ডাক্তার নিয়ে, তার সমস্ত জ্ঞান,
রোগীর দুঃখ দূর করেছিলো, ঈশ্বর মহীয়ান।
"ধন্যবাদ, ডাক্তার সাব। আপনি মহান।
আমার আয়ু বাড়াতে ছিলো আপনার অবদান।"
"কি যে বলেন ভাইজান, বলছেন বাড়িয়ে,
আমি ছিলাম উছিলামাত্র," বললেন দাঁড়িয়ে,
"কৃতজ্ঞতা যদি আপনি সত্যি দেখাতে চান,
ঈশ্বর সর্বশক্তিমান, ইবাদতে দাঁড়ান।"
এমন করে ডাক্তার সাব করেছিলো কত সেবা,
এখন তারই "ফাঁসি চাই" বলে চিৎকার করে কে বা।
ফাঁসি হবে তার, ফাঁসি হবে দেখে, আমরা খুশি সবাই,
চলো সবাই মিলে করি আজ, কসাইদের জবাই।
খবরঃ "ভুল চিকিৎসার অভিযোগে আজ বুধবার বেলা সোয়া একটা থেকে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।পরে হাসপাতাল কর্তৃপক্ষ আগামী শুক্রবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সঙ্গে বৈঠক করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন।
শিক্ষার্থীদের দাবি, চিকিৎসকের ভুলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমান এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাঁরা অভিযুক্ত চিকিৎসকের সনদ বাতিল ও এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছেন।
ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক আমজাদ হোসেন। তাঁর দাবি, রোগী ঠিকমতো যোগাযোগ না করায় একটা সমস্যা হয়েছে।"
প্রথম আলো বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | আপডেট: ২০:২৪, অক্টোবর ০২, ২০১৩
প্রথম আলো বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | আপডেট: ২০:২৪, অক্টোবর ০২, ২০১৩
No comments:
Post a Comment