বেনজীর আহমেদ
সহস্র পদ্মের মাঝে তোমার ঘ্রাণ নিতে গিয়ে দেখি
তুমি অপরাজিতা ফুল,
লক্ষ লক্ষ আত্মার ভীড়ে তুমি সুখের ফাগুন।
হাটতে হাটতে ক্লান্ত এই পথিকের গলায় তুমি
এক গেলাস ঠান্ডা পানি।
তুমি অপরাজিতা ফুল,
লক্ষ লক্ষ আত্মার ভীড়ে তুমি সুখের ফাগুন।
হাটতে হাটতে ক্লান্ত এই পথিকের গলায় তুমি
এক গেলাস ঠান্ডা পানি।
শুনছো,
তুমি কি এই পাষানের চোখের এক বিন্দু জল হতে পারবে?
তুমি কি অতিকাংখিত বরষার মেঘ হতে পারবে?
তুমি কি আমার খুব কাছে এসে বসবে?
খুব কাছে।
তুমি কি এই পাষানের চোখের এক বিন্দু জল হতে পারবে?
তুমি কি অতিকাংখিত বরষার মেঘ হতে পারবে?
তুমি কি আমার খুব কাছে এসে বসবে?
খুব কাছে।
মিথ্যে আশ্বাস কিংবা কোন সংকোচ নয়,
দুস্তর দৃঢ় কোন সংকল্পও নয়,
তোমার ঘ্রাণে,
ওগো অপরাজিতা।
দুস্তর দৃঢ় কোন সংকল্পও নয়,
তোমার ঘ্রাণে,
ওগো অপরাজিতা।
২৫/৪/২০১৪
গাজীপুর।
গাজীপুর।
No comments:
Post a Comment