Sunday, June 15, 2014

পার্পল


Benxir Ahmed watching purple
December 5, 2013 · Dhaka · 
চোখে রঙ্গীন চশমা লাগিয়েছিলাম,
লাল আর নীলে মিলে যে পার্পল হয়েছিলো,
বুঝতে বড় দেরী করেছিলাম।
চোখে একটা পার্পল চশমা লাগিয়েছিলাম।
চারিদিকে রঙের হোলি খেলায় মেতেছিলাম,
আসল রংটা হারিয়েই ফেলেছিলাম,
হাতে ছোপ ছোপ রক্ত লেগেছিলো,
দেখিনি।
কারণ, চোখে একটা রঙ্গীন চশমা লাগিয়েছিলাম।
রক্তের পার্পল রঙ তোমাকে মোহাবিষ্ট করে ফেলবে,
রাজবংশের জামা কাপড়ের মত তোমাকে বন্দী করে ফেলবে,
সেনা শাসনের মত চলবে তুমি,
"অনেক উন্নতি, কিন্তু স্বাধীনতা নেই।"
মাঝে মাঝেই পাবে পার্পল পদক।
কোথায় যেন হারিয়ে যাবে তোমার মনের অন্তরাল
হারিয়ে তুমি খুজে ফিরবে তোমার মনের ঐকতান;
বড্ড দেরী হয়ে গেছে।
চোখের রক্তবর্ণ পার্পল চশমাটা খুলে দাও আমায়,
আমি স্বাধীনতায় বিশ্বাসী।
দেশ স্বাধীন হয়েছে ঠিকই,
আমি এখনো স্বাধীন নই।
কারণ একটাই;
চোখে একটা পার্পল চশমা লাগিয়েছিলাম।

No comments:

Post a Comment