ইদানিং উনি আসেন না,
সারাদিন ডাকি, বসে বসে থাকি,
তবুও উনি আসেন না।
ইচ্ছে করে তাকে পাবার,
তবুও তিনি আসেন না।
সারাদিন ডাকি, বসে বসে থাকি,
তবুও উনি আসেন না।
ইচ্ছে করে তাকে পাবার,
তবুও তিনি আসেন না।
ভালোবাসার বিচ্ছুরণে,
তবুও উনি আসেন না।
অন্ধকারের আবছায়ায়,
তবুও উনি আসেন না।
তবুও উনি আসেন না।
অন্ধকারের আবছায়ায়,
তবুও উনি আসেন না।
No comments:
Post a Comment