Sunday, June 15, 2014

কল্পনার মেঘ

বেনজীর আহমেদ

বৃষ্টির অহংকার তার কান্না,
বুক ভরা হাহাকার;
চাতকের জীবনের প্রশ্নে,
নেই কিছু হারাবার।
সভ্যতার দোলাচালে, সময়
ছিলো না দাঁড়াবার;
বৃষ্টির সময়, বদ্ধ ঘর,
ভীষণ নীরব কারাগার।
আজো চাতক চেয়ে থাকে,
আকাশ পানে নজর তার,
চেয়ে দেখে উড়ে যায়,
মুক্ত মেঘ কল্পনার।।

No comments:

Post a Comment