আরে আমি কি কম নাকি???
কি নেই আমার?
বল।
বল সোনামনি লক্ষ্মী।
কি নাই আমার?
কি নেই আমার?
বল।
বল সোনামনি লক্ষ্মী।
কি নাই আমার?
ঝাড়খন্ডের দোমড়ানো ঝড়ের রাতে দুলতে থাকা ঝাড়বাতির দোহাই,
আজ তোমাকে বলতেই হবে।
গভীর কালাহারির ঝমঝম করতে করতে নড়তে থাকা সজারুর কাটার দোহাই,
আজ তোমাকে বলতেই হবে।
কি নেই আমার?
আজ তোমাকে বলতেই হবে।
গভীর কালাহারির ঝমঝম করতে করতে নড়তে থাকা সজারুর কাটার দোহাই,
আজ তোমাকে বলতেই হবে।
কি নেই আমার?
আমি তোমাকে ছিনতাই করে বেচে দেবো, সেই ভয়?
আজ যদি তুমি না বলো,
তোমাকে বেঁচে দেবো অজানা কামরূপ কামাক্ষ্যার বাজারে।
আজ তোমাকে বলতেই হবে।
কি নেই আমার?
হাহ হাহ হাহ!
ছেড়ে দে শয়তান বলে চিল্লাইলেই কি তোমাকে ছেড়ে দেবো?
না! না! না!
আজ তোমাকে বলতেই হবে।
কি নেই আমার?
লোহিতসাগরের ভারী লাল পানিতে জন্মানো লাল মাইক্রো-অরগানিজমের দোহাই।
আজ তোমাকে বলতেই হবে।
কি নেই আমার?
তুমি জানো না বললেই হবে?
আজ যে মনে মনে আমি মিশা সওদাগর আর ডিপজলের চেয়েও বেশি উগ্র।
আজ তো আমি হায়েনার চেয়ে বেশি ক্রোধন্মত্ত।
আজ তোমায় ছাড়বো না,
আস্ত চিবিয়ে খাবো, জ্বলে যাওয়া এই চিকেন উইং আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মত।
হাহ হাহ হাহ!
আজ যদি তুমি না বলো,
তোমাকে বেঁচে দেবো অজানা কামরূপ কামাক্ষ্যার বাজারে।
আজ তোমাকে বলতেই হবে।
কি নেই আমার?
হাহ হাহ হাহ!
ছেড়ে দে শয়তান বলে চিল্লাইলেই কি তোমাকে ছেড়ে দেবো?
না! না! না!
আজ তোমাকে বলতেই হবে।
কি নেই আমার?
লোহিতসাগরের ভারী লাল পানিতে জন্মানো লাল মাইক্রো-অরগানিজমের দোহাই।
আজ তোমাকে বলতেই হবে।
কি নেই আমার?
তুমি জানো না বললেই হবে?
আজ যে মনে মনে আমি মিশা সওদাগর আর ডিপজলের চেয়েও বেশি উগ্র।
আজ তো আমি হায়েনার চেয়ে বেশি ক্রোধন্মত্ত।
আজ তোমায় ছাড়বো না,
আস্ত চিবিয়ে খাবো, জ্বলে যাওয়া এই চিকেন উইং আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মত।
হাহ হাহ হাহ!
কোথায় পালাবে সুন্দরী?
১৫/৫/২০১৪
গাজীপুর।
গাজীপুর।
No comments:
Post a Comment