Sunday, June 15, 2014

সিগনাল বুঝি না


ধ্বংস হলো সব নিয়তি,
চন্দ্র-সূর্য্য হাহাকার।
আকাশ হলো চূর্ণ বিদিক,
ধ্বংস হলো নির্বিকার।
ধরিত্রী দ্বিধা হয় না,
লজ্জা আর ক্রোধে।
তবু যদি কভু এ'তো
এই কথাটি মনে।
রঙ্গীন জীবন, কঠিন জীবন,
প্রতিযোগিতার ফাঁদে,
দুমড়ে-মুচড়ে, ফুঁপিয়ে গুমরে,
নষ্ট হয়ে কাঁদে।
তুমি সরাসরি বলো আমায়,
ভণিতা করেও বলতে পারো।
ভয় নেই,
আমি তোমার সম্মানকে কখনো ভূপাতিত হতে দেবো না।
কারণ, পৃথিবির প্রতিটা মানুষকে আমি ভালোবাসি।
আমি জংলী,
আমি গুহামানব,
তাই আধুনিক সিগনাল বুঝি না।
আমি দুঃখিত।
কারণ আমি সিগনাল বুঝি না।

বেনজীর আহমেদ

No comments:

Post a Comment