Benxir Ahmed
feeling angry

July 16, 2013 · Dhaka ·
শোন লক্ষীটি, ভয় পেয়ো না।
তোমার উপর রাগ করি নি।
রাগ করেছি, নিষ্ঠুর এই পৃথিবীর উপর,
কখনো কখনো রক্তের সম্পর্ক ভালোবাসার নিশ্চয়তা দেয় না।
তবে কষ্ট পেয়ো না,
এই বহতা রক্তের স্রোতের উপর দিয়েই তোমায় নিয়ে চলে যাবো তেপান্তরে;
সাত সমুদ্র তেরো নদীর ওপারে,
যেখানে শুধু তুমি আর আমি,
শুধু আমি আর তুমি।
কেউ জ্বালাবে না আমাদের,
কেউ কথা দিয়ে তা ভঙ্গ করার মত ধৃষ্টতা করবে না,
কেউ চেষ্টা করবে না আমাদের পঙ্গু করে রাখতে,
কেউ চাইবে না আমার নতশির।
তোমার উপর রাগ করি নি।
রাগ করেছি, নিষ্ঠুর এই পৃথিবীর উপর,
কখনো কখনো রক্তের সম্পর্ক ভালোবাসার নিশ্চয়তা দেয় না।
তবে কষ্ট পেয়ো না,
এই বহতা রক্তের স্রোতের উপর দিয়েই তোমায় নিয়ে চলে যাবো তেপান্তরে;
সাত সমুদ্র তেরো নদীর ওপারে,
যেখানে শুধু তুমি আর আমি,
শুধু আমি আর তুমি।
কেউ জ্বালাবে না আমাদের,
কেউ কথা দিয়ে তা ভঙ্গ করার মত ধৃষ্টতা করবে না,
কেউ চেষ্টা করবে না আমাদের পঙ্গু করে রাখতে,
কেউ চাইবে না আমার নতশির।
প্রিয়া, একটাই অনুরোধ তোমার কাছে,
শেষ একটিবার আমাকে একটা প্রতিশোধ নেয়ার অনুমতি দিয়ো;
এই প্রতিশোধের আগুনে তা নাহলে আমিই জ্বলে পুড়ে খাক হয়ে যাবো।
শেষ একটিবার আমাকে একটা প্রতিশোধ নেয়ার অনুমতি দিয়ো;
এই প্রতিশোধের আগুনে তা নাহলে আমিই জ্বলে পুড়ে খাক হয়ে যাবো।
আমি মরেও শান্তি পাবো না।
No comments:
Post a Comment