Sunday, June 15, 2014

সুরের জলোচ্ছাস

সামাল দুনিয়া, সামাল সামাল,
লক্ষ্য হয়েছে স্থির।
চলছে তরী, দুলছে মাঝি,
ত্বরিত, কিংবা ধীর।
বন্দর ছেড়ে বন্দরে,
লোকালয় ছেড়ে দূর,
বদ্ধ কেবিন, নষ্টা নোঙ্গর,
নস্টালজিক সুর।
সুরের মায়া উড়ে উড়ে চলে,
সাথে একা গাংচিল,
পৌছে যাবে এই তরণী,
একদিন মঞ্জিল।
থমকে থাকা সাগর
আর দমকা হাওয়ার টান,
এই তরণী বাঁধিয়ে দেবে,
নিকষ হড়কা বান।
ভাসিয়ে দেবে সব মাঠ,
আর উঁচু উঁচু মালভুমি।
পালাবার কোন স্থান নেই,
নিশ্চয়ই বুঝে গেছ তুমি।
অন্তরাত্মায় ঢুকে গিয়েছে,
নোনতা নোনতা পানি,
আজও মাঝি তাই, একা বয়ে যায়,
ভারী বৈঠার ঘানি।
-বেনজীর আহমেদ।

No comments:

Post a Comment