Sunday, June 15, 2014

শুনেছ ঐন্দ্রালিনী? [সিরিজ]

[আগে লেখা একটা সিরিজ স্ট্যাটাস কবিতা। ওই সময়ের অনুভুতিগুলো মনে পড়লে অন্য রকমের অনুভূতি হয়।]
September 3, 2012
1. "কখনও কখনো মনে হয়,
আমি আমার প্রিয়জন দ্বারা আবৃত,
আর কখনো মনে হয়, আমি বড় একা।
শুনেছ ঐন্দ্রালিনী?
ওরা আমাকে তোমাকে ভালোবাসতে দিলো না,
যদি আমি নিজের মনের কথা না শুনি,
তুমি হয়তো আমার জীবনের এক ক্লান্ত দীর্ঘশ্বাস হয়েই রয়ে যাবে।"
September 7 near Dhaka 2012
2. "শুনেছ ঐন্দ্রালিনী,
ওরা আমাকে তোমার সঙ্গ পেতে দিল না।
কিন্তু ওরা কি ভেবেছে,
আমি তোমাকে ভালোবাসবো না?
ওরা যদি তা ভেবে থাকে তাহলে ওরা পুরোপুরি ভুল,
আমি তোমাকে আজো সমান ভালোবাসি।"
September 10 near Dhaka
3. "শুনেছ ঐন্দ্রালিনী?
মেঘলা আকাশের যেমন মন খারাপ থাকে,
তেমন তোমার মনের আকাশ মেঘলা দেখতে আমার ভালো লাগে না।
সন্ধ্যাতারার যেমন ধীশক্তি থাকে,
তেমন স্বাধীন উন্মত্ততা নিয়ে হাজির হবো তোমার পাশে।
পৃথিবীর কোন শক্তি নেই আমাকে ঠেকায়।"
September 12 near Dhaka
4. "ঐন্দ্রালিণী?
আমি কি তবে পাগলই হয়ে যাবো?
আমি পাগল হয়ে গেলে তোমাকে ভালোবাসবে কে?
আমি পাগল হয়ে গেলে আমৃত্যু তোমায় নিয়ে কবিতা লিখবে কে?"
September 15 near Dhaka
5. "শুনেছ ঐন্দ্রালিনী?
তোমার জন্য অনুভুতি আর তোমার জন্য তাড়া,
তোমার জন্য হৃদয় আমার হয় যে খাঁচাছাড়া।
তোমার জন্য একটি গোলাপ,
তোমার জন্য গীতি,
সযতনে তুলে রেখ,
ও আফ্রোদিতি।"
September 16 near Dhaka
6.শুনেছ ঐন্দ্রালিনী?
আমি অন্ধ হয়ে গিয়েছি,
তোমাকে আমার চোখ হিসেবে পেতে চাই,
আমি বধির,
তোমাকে আমার কান হিসেবে পেতে চাই;
আর কিছু পাই বা না পাই,
জীবনের শেষ নিশ্বাসটা তোমার কোলে মাথা রেখে ফেলতে চাই।
September 21 near Dhaka
7. "শুনেছ ঐন্দ্রালিণী,
আমার বুকের মাঝে একটা চিনচিনে ব্যথা সবসময় হচ্ছে,
এটা কোন এনজাইনা নয়, অথবা PUDও নয়।
কারণ এই ব্যথায় এতো সুখ,
এই বেদনায় এতো প্রশান্তি-
জীবনে এই প্রথম উপলব্ধি করতে পারলাম।
আমার এই সুখে যে বাম হাত দেবে তার ডান হাত আস্ত নিয়ে
সে বাসায় ফেরত যেতে পারবে না। "
September 26 near Dhaka
8. "শুনেছ ঐন্দ্রালিনী?
তোমার মনের সুপ্ত বাসনা, আমি জানি,
তোমার মনের ক্লান্ত হাহাকার, আমি জানি,
তোমার দিনশেষের নিশ্চুপ চিৎকার, আমি শুনি,
তোমার চোখের আর্তনাদ, আমি শুনি।
কিন্তু আমি এক অসুস্থ পৃথিবীর বিকলাঙ্গ সন্তান,
তাই তোমার চোখের পানিটা নিজের হাতে মুছে দিতে পারি নি।"
October 2, near Dhaka, 2012
9. "শুনেছ ঐন্দ্রালিনী?
ওরা বলে, তোমার নাম শুনলে ওদের গা জ্বলে যায়,
ওরা বলে, তোমাকে নিয়ে status দিলে ওদের সমস্যা হয়,
ওরা বলে, তুই ওকে পাবি না,
ওরা বলে, তুই ওর যোগ্য না,
ওরা বলে, 'ঐন্দ্রালিনী, ঐন্দ্রালিনী' বলে মুখে ফেনা তুলে ফালাইছছ, ও কি আদৌ জানে?
ওরা বলে, ঐন্দ্রালিনী is gone.
ওরা বলে, ঐন্দ্রালিনীকে kidnap কর,
ওরা বলে, মেয়েটা কিন্তু সুবিধার না;
আর আমি বলি, 'একবার শুধু সুযোগ দাও তোমায় ভালোবাসার,
সাতজনমের ভালবাসা তোমায় পদতলে।
কসম ঐ বিশ্ববিধাতার।'"
October 7, 2012 near Dhaka
10. "শেষবারের মত শুনো ঐন্দ্রালিণী,
আর ডাকবোও না
কিছু শুনতে বলবও না,
তোমার খুব কাছের মানুষরা আমাকে বললো কথাটা।"

No comments:

Post a Comment