Benxir Ahmed
feeling ভালোবাসার ব্যাপারী ব্যাপারী

August 28, 2013 · Dhaka ·
ছন্দহীন ভালোবাসা চলে গিয়েছিলো অন্তহীন পথে,
কোন ধরণের অজানা লক্ষ্য-উদ্দেশ্যকে লক্ষ্য করে;
মন ভরে হেসেছিলাম, কেদেছিলাম প্রাণ ভরে,
বৃষ্টিতে ভিজেছিলাম, ভেসেছিলাম আকাশ জুড়ে।
কোন ধরণের অজানা লক্ষ্য-উদ্দেশ্যকে লক্ষ্য করে;
মন ভরে হেসেছিলাম, কেদেছিলাম প্রাণ ভরে,
বৃষ্টিতে ভিজেছিলাম, ভেসেছিলাম আকাশ জুড়ে।
নিঃস্বার্থ উড়ে চলেছিলাম গন্তব্যহীন পথে,
কোন ধরণের সামাজিক বাধাকে হেয় প্রতিপন্ন করে,
নদীর জলে ডুবেছিলাম, ভেসেছিলাম তোমার কোলে,
সব বাধা-বিপত্তি রেখেছিলাম হতাশার করিডোরে।
কোন ধরণের সামাজিক বাধাকে হেয় প্রতিপন্ন করে,
নদীর জলে ডুবেছিলাম, ভেসেছিলাম তোমার কোলে,
সব বাধা-বিপত্তি রেখেছিলাম হতাশার করিডোরে।
তবুও তুমি চলেছিলে আপন কক্ষপথে,
নাক সাজিয়েছিলে বাহারী কোন নথে,
অহংকারে চূর্ণ হলো,
তোমার মানবিকতা।
নাক সাজিয়েছিলে বাহারী কোন নথে,
অহংকারে চূর্ণ হলো,
তোমার মানবিকতা।
হয়েছে,
এবার থামো;
দ্যুলোক ছেড়ে,
জমিনে নামো।
আমি ক্লান্ত; তোমার এমন ছলা-কলা দেখে,
পারবো না আর বাসতে ভালো নাওয়া-খাওয়া রেখে।
অনেক হলো ধানাই-পানাই, অনেক হলো চিটিং,
মনের লোকাল বাসটাকে আজ করে ফেলেছি সিটিং।
এবার যদি ভালোবাসা আদায় করতে চাও-
ভালোবাসা সঠিক দামে কিনে নিয়ে যাও।
এবার থামো;
দ্যুলোক ছেড়ে,
জমিনে নামো।
আমি ক্লান্ত; তোমার এমন ছলা-কলা দেখে,
পারবো না আর বাসতে ভালো নাওয়া-খাওয়া রেখে।
অনেক হলো ধানাই-পানাই, অনেক হলো চিটিং,
মনের লোকাল বাসটাকে আজ করে ফেলেছি সিটিং।
এবার যদি ভালোবাসা আদায় করতে চাও-
ভালোবাসা সঠিক দামে কিনে নিয়ে যাও।
একদর।
No comments:
Post a Comment