হে অসভ্য সভ্যতা,
তোমাকে উদ্দেশ্য করে কতগুলো চিঠি লিখেছি।
তখন বুঝেছি, তোমার চিঠি পড়ার যোগ্যতা আছে,
কিন্তু চিঠি পড়ার মত মন নেই।
তবুও এই চিঠি লিখে যাবো,
হয়তো শেষ বারের মত, অথবা বারবার।
তোমাকে উদ্দেশ্য করে কতগুলো চিঠি লিখেছি।
তখন বুঝেছি, তোমার চিঠি পড়ার যোগ্যতা আছে,
কিন্তু চিঠি পড়ার মত মন নেই।
তবুও এই চিঠি লিখে যাবো,
হয়তো শেষ বারের মত, অথবা বারবার।
কেনো? জানতে চাইবে তুমি, নির্ঘাত।
তোমার মত এরকম প্রাণহীণ কিছুকে ভালোবাসাটা
একটা অভাব পূরণ ছাড়া কিছুই ছিলো না।
কখনই দিতে পারো নি সেই টুকু;
আমি ঘৃণা করেই যাবো তোমায়।
তোমার মত এরকম প্রাণহীণ কিছুকে ভালোবাসাটা
একটা অভাব পূরণ ছাড়া কিছুই ছিলো না।
কখনই দিতে পারো নি সেই টুকু;
আমি ঘৃণা করেই যাবো তোমায়।
আর হাতের নাগালে থাকবো না তোমার,
অসভ্য হয়ে গেলেই ভুলে যাবে আমায়,
হয়তো শেষ বারের মত, অথবা বারবার,
তাই, এই সভ্যতা থেকে নিতে চাই বিদায়।
অসভ্য হয়ে গেলেই ভুলে যাবে আমায়,
হয়তো শেষ বারের মত, অথবা বারবার,
তাই, এই সভ্যতা থেকে নিতে চাই বিদায়।
ইতি,
এক সুখী অসভ্য।
এক সুখী অসভ্য।
-গাজীপুর, ২০১৪।
No comments:
Post a Comment