কেন?
তোমাকে এত ভালো লেগে গেল কেন,
বুঝলাম না৷
তোমার দেখানো পথে আগে কেন হাঁটলাম না,
তোমার নাকের ঘামটা মুছে হাতটা ধরে কাঁপলাম না,
"তোমার কেশের গন্ধে কখন", মাতাল হয়ে ভাসলাম না৷
স্মৃতির পাতায়, মনের খাতায়, রেখে দিলাম স্নিগ্ধ গোলাপ,
তোমার নাম উল্লসিত, আজ জ্বরের ঘোরে দীর্ঘ প্রলাপ৷
No comments:
Post a Comment