Sunday, June 15, 2014

একালের রেসিপি

Benxir Ahmed feeling vegetable
July 1, 2013 · 

দম বন্ধ হয়ে আসে,
গাড়ীর ধোঁয়ায় নয়,
সমাজের মেকি চাপে;
হৃদয় আঁতকে উঠে,
হাইড্রলিক হর্ণে নয়,
সভ্যতার মুখোমুখি হতে।
অস্থিরতায় হুংকার দিয়ে উঠি,
নিজের সদম্ভতাকে প্রতিষ্ঠিত করার জন্য নয়,
দুশ্চিন্তায়, যা আমার করার কথা নয়।
আর কত? আমারে খাবি?
খা।
লবন ছাড়াই খা।
সাথে একটু কাঁচামরিচ ডলে নিস।
স্বাদ আমার খারাপ হবার কথা না।

বেনজীর আহমেদ

No comments:

Post a Comment