Sunday, June 15, 2014

আজ কবিতা লিখবো না

তোমার ঐ কাজল কালো চোখ,
শব্দহীন নীরবতায় জর্জরিত করে যায়।
তোমার ঐ কাজল কালো চোখ,
পাষন্ড হৃদয়ে মায়াবী সুর তুলে যায়।
তোমার ঐ কাজল কালো চোখ,
ভুলে, পাথরে ফুল ফোটায়।
আর কি বলবো? কেনই বা বলবো?
কাছে কাছে থাকতে চাই ঐ চোখের।
তোমার চোখই সব বলে যায়,
রিক্ত হৃদয়ে বান ডেকে যায়,
কবিতার সব ছন্দ-মিশেল
অতলান্তিকে ডুবে যায়।
তাই,
বিশ্ব এখন জঙ্গলে যাক,
করবো না হায় হায়,
তোমার চোখে এন্টার্কটিকা
কে আমাকে পায়?
চুপচাপ করে দেখবো তোমার চোখের ছবিটা,
তাই, আমি আজ লিখবো না আর কোন কবিতা।
টঙ্গী, ০৩।০৭।২০১৩

No comments:

Post a Comment