Benxir Ahmed feeling অনুরণিত
July 17, 2013 · Dhaka ·
তোমার কবিতার খাতার ছোট্ট ক্যানভাসে,
সামান্য ঠাই দিয়ো আমায়;
তোমার পোড়া মনের মুগ্ধ সিথানে,
একটু জায়গা দিয়ো আমায়।
সামান্য ঠাই দিয়ো আমায়;
তোমার পোড়া মনের মুগ্ধ সিথানে,
একটু জায়গা দিয়ো আমায়।
দুখীরা একটু এমনই হয়,
শংখচিলের গলার গানের মত,
সুরে থেকেও বেসুরো লাগে,
চেষ্টা করুক যত শত।
শংখচিলের গলার গানের মত,
সুরে থেকেও বেসুরো লাগে,
চেষ্টা করুক যত শত।
বিকেলের কনে-দেখা লালচে আলোয়,
আজ তোমাকে লাগছে ভালো,
যত কিছু জেনেছিলে,
সব কিছুই সত্য ছিলো।
আজ তোমাকে লাগছে ভালো,
যত কিছু জেনেছিলে,
সব কিছুই সত্য ছিলো।
চিৎকার করবো না, করবো না হাহাকার,
হুমকি দেবো না, বলবো না রাজাকার,
তোমার জন্য অপেক্ষার পালা তবে শুরু হলো মনে হয়।
তবুও একটি অনুরোধ-
তোমার কবিতার খাতার ছোট্ট ক্যানভাসে,
সামান্য ঠাই দিয়ো আমায়;
তোমার পোড়া মনের মুগ্ধ সিথানে,
একটু জায়গা দিয়ো আমায়।
হুমকি দেবো না, বলবো না রাজাকার,
তোমার জন্য অপেক্ষার পালা তবে শুরু হলো মনে হয়।
তবুও একটি অনুরোধ-
তোমার কবিতার খাতার ছোট্ট ক্যানভাসে,
সামান্য ঠাই দিয়ো আমায়;
তোমার পোড়া মনের মুগ্ধ সিথানে,
একটু জায়গা দিয়ো আমায়।
No comments:
Post a Comment