তুমি না হয় অন্য কারও, আমি তো কারও নই!
তাই ঘুমের ঘোরে হাঁটি, স্বপ্নে ফোঁটে খই।
তুমি হবে অন্য কারও, আমি তো কারও নই!
তাই চুপ করে বসে থাকি, ভাবি তুমি কই।
তাই ঘুমের ঘোরে হাঁটি, স্বপ্নে ফোঁটে খই।
তুমি হবে অন্য কারও, আমি তো কারও নই!
তাই চুপ করে বসে থাকি, ভাবি তুমি কই।
তোমার স্নিগ্ধতা আমাকে কল্পনায় নিয়ে যায়,
তোমার বাগ্মীতা আমাকে ধোঁয়াশায় ফেলে দেয়,
তোমার চঞ্চলতা আমাকে উদ্বেলিত করে তোলে,
তোমার অন্তরাত্মা আমাকে হাহাকারের গান শোনায়।
তোমার বাগ্মীতা আমাকে ধোঁয়াশায় ফেলে দেয়,
তোমার চঞ্চলতা আমাকে উদ্বেলিত করে তোলে,
তোমার অন্তরাত্মা আমাকে হাহাকারের গান শোনায়।
মনে পড়ে কি তোমার?
আমার জন্য শহর থেকে মেঘ পাঠিয়েছিলে,
যাতে আমি বৃষ্টিতে ভিজে একাকার হই।
সেদিন বৃষ্টি শুধু এই পাষাণ মাটিতে পড়ে নি,
ভিজেছিল আমার মন, চোখের জলে।
আমার জন্য শহর থেকে মেঘ পাঠিয়েছিলে,
যাতে আমি বৃষ্টিতে ভিজে একাকার হই।
সেদিন বৃষ্টি শুধু এই পাষাণ মাটিতে পড়ে নি,
ভিজেছিল আমার মন, চোখের জলে।
মনের এসিডিটি এতো বেড়ে গেছে,
এখন ঘুমের ওষুধ আর এন্টাসিডের পার্থক্য বুঝি না।
তাই, তুমি ছাড়া আর কোন ঔষধ মনে হচ্ছে না কাজ হবে।
শুধু একটা কথাই মনে বাজে,
তুমি না হয় অন্য কারও, আমি তো কারও নই!
এখন ঘুমের ওষুধ আর এন্টাসিডের পার্থক্য বুঝি না।
তাই, তুমি ছাড়া আর কোন ঔষধ মনে হচ্ছে না কাজ হবে।
শুধু একটা কথাই মনে বাজে,
তুমি না হয় অন্য কারও, আমি তো কারও নই!
টঙ্গী, গাজীপুর
১৬.৭.২০১৩
১৬.৭.২০১৩
No comments:
Post a Comment