কেন তুমি এতো ভালো থাকো?
শিমুলেরা যখন ভিজে ভিজে ক্লান্ত হয়ে যায়,
তখনও তোমার মন ভালো থাকে,
তারা যখন ভিজে নরম হয়ে যায়,
তখনও তোমার মন ভালো থাকে।
আকাশে মেঘগুলো যদি হাতির আকার নেয়,
তখনও তোমার ভালো লাগে।
ভোরের স্নিগ্ধতা যখন মুগ্ধতায় রূপ নেয়
তখনও তোমার ভালো লাগে।
তখনও তোমার মন ভালো থাকে।
হৃদয়ে যখন ব্যথায় পচন ধরে,
তখনও তোমার মন ভালো থাকে,
এক টন ওজনের কষ্ট, কষ্টই মনে হয় না,
তখনও তোমার মন ভালো থাকে,
এতো সুখ কেনো তোমার???
কিসের অভাব?
দুঃখের?
এই নাও, হাতের পলিথিনের ব্যাগ,
আর ব্যাগ ভরা দুঃখ।
আজ রাতে মজা করে, ঝাল করে,
রান্না করে খাবো, ঠিকাছে?
শিমুলেরা যখন ভিজে ভিজে ক্লান্ত হয়ে যায়,
তখনও তোমার মন ভালো থাকে,
তারা যখন ভিজে নরম হয়ে যায়,
তখনও তোমার মন ভালো থাকে।
আকাশে মেঘগুলো যদি হাতির আকার নেয়,
তখনও তোমার ভালো লাগে।
ভোরের স্নিগ্ধতা যখন মুগ্ধতায় রূপ নেয়
তখনও তোমার ভালো লাগে।
তখনও তোমার মন ভালো থাকে।
হৃদয়ে যখন ব্যথায় পচন ধরে,
তখনও তোমার মন ভালো থাকে,
এক টন ওজনের কষ্ট, কষ্টই মনে হয় না,
তখনও তোমার মন ভালো থাকে,
এতো সুখ কেনো তোমার???
কিসের অভাব?
দুঃখের?
এই নাও, হাতের পলিথিনের ব্যাগ,
আর ব্যাগ ভরা দুঃখ।
আজ রাতে মজা করে, ঝাল করে,
রান্না করে খাবো, ঠিকাছে?
১৫/৫/২০১৪
গাজীপুর।
গাজীপুর।
No comments:
Post a Comment